উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনার পাড়া এলাকায় এক হৃদয়বিদারক ও নৃশংস ঘটনার জন্ম দিয়েছে পিতা নামের এক নরপশু। নিজ হাতে মাত্র ৪ বছরের নিষ্পাপ শিশুকন্যাকে হত্যার অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজা সেবনসহ মাদকের সাথে জড়িত। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) সে মাদকাসক্ত অবস্থায় বাড়ির পাশের খালের ধারে তার শিশুকন্যাকে নৃশংসভাবে হত্যা করে খালের পানিতে ফেলে দেয়। পরে এলাকাবাসী শিশুটির নিথর দেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, দুই বছর আগেও একই ব্যক্তি মাতাল অবস্থায় পশু হত্যা করেছিল। আজকের এই নারকীয় ঘটনায়ও সে একইভাবে একসাথে একটি ছাগলও হত্যা করেছে বলে জানান স্থানীয়রা।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু হত্যার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত এই নরপশু পিতাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা মাদক নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে জালিয়াপালং পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে অভিযান চলছে। শিশু হত্যার মতো জঘন্য ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, উখিয়া উপজেলায় মাদকসেবনের ভয়াবহতা দিন দিন বাড়ছে। ফলে পারিবারিক সহিংসতা ও অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বিগ্ন সচেতন মহল।