গতকাল ৪ আগস্ট ২০২৫ ইং রোজ সোমবার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিকাল উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে বিকাল ৩টায় পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।


জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দীকির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ সমন্বয়ক সারাওয়ার জাহান খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান।
 
উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরষ্কৃত হন গোলাম হাবীব সায়েম (জি. এইচ. সায়েম)। তিনি উপজেলার পাগলা গ্রামের শত্রুমর্দন (বাঘেরকোনা)'র বাসিন্দা। তিনি উপজেলার আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হন। শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরষ্কার পাওয়ায় সায়েম বলেন 
"এটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি। আমি বাবা মায়ের স্বপ্ন পুরণের লক্ষ্যে আগামীতে আরো ভালো ফলাফল পেয়ে শিক্ষাজীবনে এগিয়ে যেতে চাই। তিনি দেশবাসীর কাছে দো'আ চেয়ে বলেন, সবার দোয়া নিয়ে তিনি দেশের জন্য কিছু করতে চান ও জীবনে সফল হতে সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান।"

জি.এইচ.সায়েম দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বর্তমানে সিলেট শহরের পাঠানটুলাস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল(এম.এ) মাদ্রাসায় অধ্যয়নরত আছেন ও তিনি আলীম পরিক্ষার্থী।