উম্মুক্ত লটারির মাধ্যমে পঞ্চগড় সদর উপজেলার ১০ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২৬ জন ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে ওই লটারির আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। উপজেলার ২৬টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ১৭১ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ভুলত্রæটির কারণে ১৯টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ১৫২ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়। প্রতিটি পয়েন্টের জন্য একজন করে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হয়।
লটারির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। এ সময় তিনি বলেন, লটারির মাধ্যমে ডিলার নির্বাচন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতি। এতে জনবিশ্বাস অর্জন হয় এবং অনিয়মের কোনো সুযোগ থাকে না।
লটারি অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশীদ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নতুনভাবে নিয়োগপ্রাপ্ত ডিলাররা খুব শিগগিরই সরকার নির্ধারিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।