এলাকার সর্বোস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন রাষ্ট পক্ষের আইনজীবী এড.নেজাম উদ্দিন। এড.নেজাম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউপির চাঁপাছড়ি গ্রামের মোহাম্মদ খাঁন বাড়ির মৃত:অজি আহমদ,রেজিয়া বেগম দম্পতির ২য় সন্তান। সাম্প্রতিক ওকালতনমার ঘটনায় আলোচিত রাষ্ট্র পক্ষের আইনজীবী এড.নেজাম উদ্দিন সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ার পর,গত শুক্রবার(১০-০১-২৫)ইং তার নিজ গ্রাম বাঁশখালীর চাঁপাছড়ীতে আসার খবর পেয়ে এলাকার লোকজন ফুল নিয়ে আনন্দ মিছিল সহকারে এড.নেজাম উদ্দিনকে স্বাগত জানান। চাঁপাছড়ীর ৯নং ওয়ার্ডের সর্বোস্তরের মানুষ উপস্থিত ছিলেন বলে জানা যায়। উপস্থিত জনগণের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন,আমাদের বিশ্বাস ছিল আমাদের নেজাম নির্দোষ প্রমাণিত হবে।কারণ তিনি কখনো এসবের সাথে জড়িত থাকতে পারে না। এসময় রাষ্ট্র পক্ষের আইনজীবী এড.নেজাম উদ্দিন বলেন, আমার এলাকার মানুষ আমার এবং আমার পরিবারের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তা মনে রাখার মতো।আমাকে নিয়ে এতোকিছু হলো কিন্তু আমার এলাকার মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছিলো আজকে তার প্রমাণ পেলাম।আমি আজীবন আমার এলাকার মানুষকে শেষ রক্তবিন্দু দিয়ে ভালোবেসে যাবো।সবাইকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে একে অপরের পাশে থাকার আহ্বান জানান তিনি।