গত ১২ জুলাই ২০২৫ ইং তারিখে কালিহাতী রিপোর্টার্স ইউনিটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মোঃ মন্জু মিয়া নামে এক ব্যক্তি হারুন অর রশীদ মিনু ও এড. আজগর আলীর বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছেন তা সম্পূর্ণরূপে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিবাদ সম্মেলনে জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন(১২জুলাই, ২০২৫) হারুন অর রশীদ মিনু ও এড. আজগর আলী এলেঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মকদম মন্ডলের জানাযায় অংশগ্রহণ করছিলেন।
রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে নেতৃবৃন্দ দাবি করেন। তারা বলেন, বিএনপি নেতাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে এ ধরনের মিথ্যা নাটক সাজিয়েছে।
এই বিষয়ে হারুন অর রশীদ মিনু বলেন, উক্ত ঘটনার সময় আমি ও আজগর আলী উপস্থিত ছিলাম না। তাই, টাকা লেনদেনের বিষয়ে আমার অবগত থাকার কোনো প্রশ্ন উঠেই না। আমার ও আজগর আলীর বিরুদ্ধে কথিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।