কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সকল (১৫৫জন) শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে এই সংবর্ধনা প্রদান করে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির মুরাদনগর উপজেলা শাখা।
বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল ও কুমিল্লা জেলা ইসলামি ছাত্র শিবির সভাপতি সানাউল্লাহ রাসেল।
মুরাদনগর উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক, উপজেলা জামায়াতের সাবেক আমীর মনসুর মিয়া।
অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার ২০২৫ সালে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত মোট ১৫৫জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ধরে রাখতে আরো পরিশ্রমী মানুষ হয়ে লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করা হয়েছে।