উপজেলার কালিয়ানীকান্দা গ্রামের নয়াপাড়ার জনৈক আব্দুল গণি মিয়ার ১০ শতাংশ জমিতে ২০০৫ সালে এলাকাবাসী বায়তুর রহমান জামে মসজিদ তার সম্মতিতে নির্মাণ করলে ২০১৮ সালে সেটি মসজিদ কমিটির সম্পাদককে ওয়াকফ করে দেন। ৫২৮৩ নং দলিল যা ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর সম্পাদিত হয় । এলাকাবাসী জানায়, সরকারী অনুদানে সে জায়গায় তারা হাফ বিল্ডিং মসজিদ এবং সাব মার্সিবল পাম্প বসায় ,রোপণ করে ২১ টি বনজ বৃক্ষ । পরিচালনা কমিটি মসজিদের জন্য ইমাম নিয়োগ করতে চাইলে জমিদাতা আব্দুল গণি মিয়া তাতে বাধা প্রদান করে । গায়ের জোরে নিজেকে ইমাম ঘোষণা দিয়ে বলে, এ মসজিদে তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না। এ বছর তারাবির হাফেজ নিয়োগেও বাধা দেয়, মসজিদের প্রবেশ মুখে একটি বৃষ্টি গাছসহ এলাকাবাসীর রোপণ করা ২২ টি গাছ কর্তন করে নিয়ে যায়। সাবমার্সিবল পাম্পের পানি মুসল্লিদের ওযুর পরিবর্তে নিজ জমির ফসলি কাজে ব্যবহার শুরু করে এবং ওয়াকফকৃত সম্পদ তার নিজ মালিকানাধীন বলে দাবি করে। এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জের কাছে একটি অভিযোগ দায়ের করে। অফিসার ইনচার্জ আবুল খায়ের অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে আব্দুল গণি মিয়ার পুত্র তরিকুল্লাহ আশরাফী জানায়, মসজিদটি তাদের মালিকানাধীন, ২১ টি গাছ মসজিদের উন্নয়নের জন্য কাটা হয়েছে, সভাপতি শফিকুলের অভিযোগ ভিত্তিহীন।