কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি এসএলআর (অস্ত্র) ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে উখিয়ার ঘুমধুম সীমান্ত পিলার-৩১ এর পূর্ব দিকে শূন্যরেখার খালের মধ্যে এ অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, স্থানীয় এক জেলে মাছ ধরতে গিয়ে পানির নিচে অস্ত্র ও গুলি দেখতে পান। খবর পেয়ে ঘুমধুম বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি এসএলআর অস্ত্র ও ম্যাগাজিনসহ ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

অস্ত্র ও গুলি উদ্ধারের এ ঘটনায় সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানায় বিজিবি।

বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।