কিশোরগঞ্জের কটিয়াদী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তিন জন প্রশাসনিক কর্মকর্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে সন্মাননা প্রদান করা হয়েছে।

২৮ আগষ্ট ( বৃহস্পতিবার) বিকালে পৃথক পৃথক ভাবে সন্মাননা স্মারক২০২৫ তুলে দেন কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফফাসেল সরকারের নেতৃত্বে প্রদান করা হয়। "র্শ্রেষ্ঠ মানবিক ব্যক্তিত্ব ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়েছে" মানবতার ফেরিওয়ালা কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম কে। বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়েছে মানবিক কর্মকর্তা কটিয়াদী সহকারী কমিশনার ভূমি ও কটিয়াদী পৌর প্রশাসক লাবনী আক্তার তারানাকে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়েছে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলামকে এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু সালেহ হামিদুল্লাহ, সদস্য মোঃ বকুল মিয়া,সদস্য মিজানুর রহমান, হারুন অর রশিদ, হালিম হোসাইন জসিম প্রমুখ। পর্যায়ক্রমের সমাজের গুণীজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ফোরামের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।