কদমতলী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুলাই ২০২৫) ভোরে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে ভোর ৪টা দিকে মুরাদপুর এলাকা থেকে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত মোঃ রাজনকে এবং সকাল ৫টা ৩০ মিনিটে রহমতবাগ এলাকা থেকে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত মাইনুদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।