কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে মাসুদ মিয়া(৩৫),আলাল  মিয়া(৪০),রুক্কু মিয়া(৪৫) তিন ব্যক্তিকে জনতা আটক করেছে।মঙ্গলবার,২০ মে বিকাল ৪ টার দিকে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের উজানবরাটিয়া জলভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।পরে পুলিশে সোর্পদ করা হয়।স্থানীয়রা জানান, প্রতি বছর কুরবানি এলেই কৃষকদের গরু চুরির ঘটনা ঘটে।হাওরের মাঠ থেকে গরু নিয়ে উজানভরাটিয়া জলভাঙ্গা এলাকায় প্রবেশ করেন।লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ জড়ো হন।এ সময় চোরচক্র পালাতে চেষ্টা করে।তখন মাসুদকে ২টি গরুসহ ধরে ফেলেন গ্রামবাসী।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। অভিযুক্ত ব্যক্তিগণকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে  আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।গুণধর ইউপি সদস্য শাহাব উদ্দিন ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।