কিশোরগঞ্জের করিমগঞ্জে পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার, ৩০ জুলাই বিকাল ৩ টার দিকে করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের চিনিউলারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।তারা হলো -সাইফা(৮) ও মায়মুনা(৮)।স্থানীয়রা জানান,দুই শিশুর বাড়ির পাশে নরসুন্দা নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়।তারা উরদিঘী আলিম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে সাইফা।মহল্লার এখলাছের মেয়ে মায়মুনা।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।