কিশোরগঞ্জের করিমগঞ্জের খয়রত মোড় রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের ব্রিজ সংলগ্ন দ্রুতগতির  সিএনজি মুখোমুখি সংঘর্ষে গত রবিবার বিকালে ৩ টার দিকে গুরুতর আহত হন আশক আলী (৫০) নামে এক কৃষক।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরে উদ্ধার করে নিকলী হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।সোমবার তিনি চিকিৎসাধীন মারা গেছেন বলে জানা গেছে।আশক আলী  নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কামালপুর গ্রামে মৃত মিছির আলীর ছেলে।দামপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো:আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।