করিমগঞ্জ উপজেলা তরুণদলের নতুন কমিটিতে আল ইসলামকে আহ্বায়ক ও বিন নাঈম ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়েছে।মঙ্গলবার, (১৯ আগস্ট) রাতে কিশোরগঞ্জ জেলা তরুণদলের আহ্বায়ক রায়হান আহমেদ রনি ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২৩ সদস্যের কমিটির অন্যরা হলেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফুরকান উদ্দিন,যুগ্ন আহ্বায়ক মো.রফিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মো.হৃদয়, যুগ্ন আহ্বায়ক মো.রামিম,যুগ্ম আহ্বায়ক মো.আবু নাঈম,যুগ্ন আহ্বায়ক মো.আকরাম,যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহিনুর রহমান,যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার আরমান,যুগ্ম আহ্বায়ক মো.হারুন রশিদ,যুগ্ন আহ্বায়ক মো.মাজহারুল ইসলাম,সদস্য মো.সুজন মিয়া,সদস্য মো.মিজান,সদস্য হাসান ভূঁইয়া, সদস্য মোশাররফ ফকির,সদস্য মো.রাজিব মিয়া,সদস্য মো.মাজহারুল, সদস্য মো.রুবেল,সদস্য মো.আল আমিন,সদস্য মো.বাবুল মিয়া, সদস্য রাজন মিয়া।নতুন কমিটির আহ্বায়ক আল ইসলাম বলেন,নব গঠিত কমিটির নেতারা দায়িত্ব গ্রহণের পর তরুণদলকে আরও শক্তিশালী ও সক্রিয় করার লক্ষ্যে কাজ করবে।