লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও গণগবেষক মোসাঃ হালিমা আয়শা। এসময় বক্তব্য রাখেন শাহীন মোল্লা, বেল্লাল হোসেন, রোকেয়া বেগম, তৃতীয় শ্রেণির ছাত্র নাইম, গণগবেষক মেহেদী হাসান ও কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মোঃ নজরুল ইসলাম।
বক্তারা জানান, প্রায় ৪০ বছর ধরে ২৫০টি পরিবার পশ্চিম লোন্দা গ্রামে বসবাস করছে। জোয়ার-ভাটার পানিতে নিয়মিত প্লাবিত হওয়ায় ২০০ একর তিন ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, বসতঘর ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড় ও অস্বাভাবিক জোয়ারে শিশুদের স্কুলে যাওয়া, রোগীকে হাসপাতালে নেওয়া এবং রান্না করাও প্রায় অসম্ভব হয়ে পড়ে।
হালিমা আয়শা বলেন, “গত বছর অক্টোবর থেকে আমরা মানববন্ধন, জোয়ারের পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ এবং পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছি। বাজেট প্রস্তাব পাঠানো হলেও এখনো কাজ শুরু হয়নি।”
তারা দাবি করেন, টিয়াখালী নদীর দক্ষিণে এডভোকেট নূর হোসেনের বাড়ি থেকে উত্তরে খালেদ প্যাদের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার স্লুইসগেটসহ টেকসই রিং বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে নির্মাণ করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে তারা দাবি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের বরিশাল অফিসে কর্মসূচি পালন করবেন।