রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি এসএম রাহাত হোসেন ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১১ আগষ্ট) রাতে বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক সোহেল রানা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিক, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুজ্জামান লিটন, সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম সিজার, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ জাহিদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, সদস্য রিয়াদ হোসেন রুবেল, মোঃ জাকির হোসেন, জয়নাল আবেদীন প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ জাকির হোসেন।

বক্তারা এসময় বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি এসএম রাহাত হোসেন ফারুকের কর্মময় জীবনের উপর আলোচনা করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।