ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সার্চ অর্গানাইজেশনের উদ্যোগে দিনব্যাপী সার্চ শিক্ষা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) কসবার দি ফুড প্যালেস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হয়। শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের বাস্তবায়ন ও মূল্যায়ন বিভাগের সাবেক সচিব মো. তাজুল ইসলাম। উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। সভাপতিত্ব করেন কসবা উপজেলা সার্চ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল হক রোমন এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।


এ সময় কসবা উপজেলার ১০টি কলেজ, ২টি মাদ্রাসা ও ৬টি স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কয়েকদিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধাতালিকার ভিত্তিতে ২০০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী ১৪৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম, কসবা তোফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা শাখার নায়েবে আমীর শিবলী নোমানী, এনটিভি অনলাইনের কসবা-আখাউড়া প্রতিনিধি ও রুপালী বাংলাদেশ পত্রিকার কসবা প্রতিনিধি সাংবাদিক সাইদুল ইসলাম, কসবা স্কলার ইন্সটিটিউটের পরিচালক মো. সালাউদ্দিন ও গোলাম কিবরিয়া মুন্না এবং প্রবাসী সমাজসেবক শাহনেওয়াজ ভূঁইয়া সুজন প্রমুখ।


ভার্চুয়ালি যুক্ত হয়ে সাবেক সচিব মো. তাজুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থী ভাবে গ্রামের স্কুলে পড়াশোনা করে বড় কিছু হওয়া যায় না। কিন্তু আমি গ্রামের স্কুল-কলেজ থেকে পড়াশোনা করেই সচিব হয়েছি। সঠিক গাইডলাইন ও মনোযোগী অধ্যয়ন থাকলেই সফল হওয়া সম্ভব।


শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়ার মাধ্যমে সার্চ শিক্ষা সম্মেলন ২০২৫ এর পর্দা নামে।