সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্য বাহি ও শতবর্ষী বিদ্যাপীঠ সোনামুখী সিনিয়র মাদ্রাসা ময়দানে দুইশত ওষুধি তেজপাতা বৃক্ষের চারা রোপন করা হয়েছে।

শুক্রবার দুপুরে এই গাছের চারাগুলো রোপন করা হয়েছে। 
রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই ওষুধি গাছের চারাগুলো সরবরাহ ও রোপন করে। 
এই ট্রাস্ট ওই মাদ্রাসা মাঠে গত বছরও কয়েক হাজার বিভিন্ন জাতের চারা রোপন করে। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক সাইফুল ইসলাম নাবিল বলেন, এটি হচ্ছে সবচেয়ে বড় চ্যারিটি ভিত্তিক তেজপাতার বাগান। বড় হলে এলাকার মানুষ এর সুফল ভোগ করবে। মূলত সৃষ্টির সেবায় সদকায়ে জারিয়া হিসেবে আমরা এই কাজ করে যাচ্ছি। 
এ বৃক্ষ রোপনকাজে অংশ নেন সোনামুখী নবজাগরণী ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও চাপাইনবাবগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব, নবজাগরণী সংঘের সদস্য আনিসুর রহমান অনুকুল, ব্যবসায়ী সাদ্দাম হোসেন, সাংবাদিক এনামুল হক প্রমূখ।