জয়পুরহাট জেলা কালাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রনালয় । প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সরকারের দেওয়া উপবৃত্তির টাকা সুবিধা ভোগীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হয়। অভিযোগ উঠে কালাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে কালাইয়ের ২৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৬৭ জন উপবৃত্তি সুবিধাভোগী অভিভাবকের মোবাইল নাম্বার পরিবর্তন করে টাকা আত্মসাৎ করেছেন। টাকা আত্মসাতের বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে প্রমানিত হওয়ায় ২২/০৪/২৫ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হয়। আদেশে বলা হয় ২৪/২৫ অর্থবছরে জুলাই থেকে ডিসেম্ব/২০২৪ কিস্তিতে কালাইয়ের ২৭ টি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সুবিধাভোগী ৯৬৭ অভিভাবকের মোবাইল নম্বর পরিবর্তন করেছে। কালাইয়ের প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বিষয়টি তদন্তে প্রাথমিক ভাবে প্রমানিত হয়েছে।সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর অনুচ্ছেদ ১২(১)এর সরকারি চাকুরির আইন ২০১৮এর৩৯(১)ধারা মোতাবেক আদেশ জারির দিন থেকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ প্রদান করেন। এ আদেশে আরো বলা হয় তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।