জয়পুরহাট জেলা কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়।
দুনিয়ার মজদুর এক হও, এক হও এবং ‘শ্রমিক মালিক এক হয়ে গড়বাে এদেশ নতুন করে’ এ শ্লােগানকে সামনে রেখে কালাইয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনেট কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাই প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস অনুষ্ঠানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, বিশেষ অতিথি কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, কালাই উপজেলা ট্রাক সমিতির সভাপতি আব্দুল আলিম, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মাওলা, কালাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সেলিম সরোয়ার শিপন, বিএনপি দলের নেতাকর্মীবৃন্দ, শ্রমিক ভাইয়েরাসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।