কলারোয়ায় ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা—২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (০৫ ফেব্রুয়ারি) বুধবার বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়  মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্কুল, মাদ্রাসা ,কারিগরি শিক্ষা ক্রীড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনের প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার সকল সাব জোনের সাবজোন চ্যাম্পিয়ন প্রতিযোগিরা অংশ গ্রহন করে। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার  হারুনার রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, প্রধান শিক্ষক তামিম আজাদ মেরিন, আসাদুজ্জামান চান্দু, আসাদুজ্জামান আসাদ, রুহুল আমিন, শামসুল হক আব্দুস সালাম, আলী আহাম্মদ । এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ সহকারী শিক্ষক ক্রীড়া শিক্ষক ও বিজয়ী শিক্ষার্থীরা। সমগ্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক  মাষ্টার শাহজাহান আলী শাহিন।