বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিরিব২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯:০০ ঘটিকায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নাসরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার হল রুমে 
কালিগঞ্জ জামায়াতের আমীর প্রভাষক আব্দুল ওহাব সিদ্দিকীর  সভাপতিত্বে ও সাংবাদিক প্রভাষক মহাসীন আলীর সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার  সেক্রেটারি জননেতা মাওলানা আজিজুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা - আসনের জামায়াত মননীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ  সদস্য, সাবেক  এপ মি বীরমুক্তিযোদ্ধা  গাজী  নজরুল ইসলাম। প্রধান অতিথির আলোচনায় মাওলানা  আজিজুর রহমান  বলেন, ওয়ার্ড দায়িত্বশীলদের সংগঠন পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তি
জামায়াতে ইসলামীর সদস্যরা হলেন সংগঠনের মূল ও পরীক্ষিত শক্তি। তাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে  কালিগঞ্জের প্রতিটা ঘরে জামায়াতের দাওয়াত পৌছে দিতে হবে।প্রতিটি পরিবারে  একজন করে কর্মী করতে হবে ।
বিশেষ অতিথি সাবেক এম,মি গাজী  নজরুল ইসলাম  বলেন, সমাজসেবা ও মানবসেবার মাধ্যমে জামায়াতে ইসলামী ইতোমধ্যে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সমাজ সংস্কারের জন্য গণভিত্তির প্রয়োজন। ব্যাপক ও গণমুখী দাওয়াতী কাজের মাধ্যমে জামায়াতে ইসলামী সেই গণভিত্তি রচনা করতে চায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা কাজী মুজাহিদুল আলম, জেলা বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক উপজেলা সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, অধ্যক্ষ আবু রাসেল আশকারী, সাংবাদিক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, জনাব মোঃ আব্দুল্লাহ,  মাওলানা আব্দুল মোমেন , শহীদ আরিফুজ্জামান এর পিতা মাষ্টার শেখ আফতাব উদ্দিন, আবু ইসলাম এবং উপজেলার প্রতিটা ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।