কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা প্রশাসন চত্তরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেলায় অংশগ্রহণ করে অত্র উপজেলার প্রায় অর্ধ শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব কাউসার আহমেদ, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জনাব মশিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও অংশগ্রহণকারীদের মাঝে প্রণোদনা স্মারক তুলে দেওয়া হয়।