গাজীপুরের কালিয়াকৈর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ৯ম সভা ও দুর্নীতি বিরোধী বিভিন্ন কর্মসূচি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, দুর্নীতি প্রতিরোধ কমিটির এ সভাকে ঘিরে ‘সততা স্টোর’ স্থাপন, দুর্নীতি বিরোধী আলোচনা সভা, চিত্রাঙ্কন, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

'দুর্নীতি প্রতিরোধে করণীয়' বিষয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল জাব্বার উল্লাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরের উপপরিচালক বায়েজিদুর রহমান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহামেদ, দুদকের সহকারী পরিচালক মশিউর রহমান, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সুধীসমাজের প্রতিনিধিরা।

আলোচকরা দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন সকলকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।