কায়েমপুর চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেন স্কুলের পাশে এক মনোরম ও স্বাস্থ্যসম্মত পরিবেশে গড়ে উঠেছে ‘হাবিব মামা হালিম, চটপটি, ফুচকা ও ঝালমুড়ি’ নামের একটি ক্ষুদ্র খাদ্য প্রতিষ্ঠান। উদ্যোক্তা রিপনের প্রচেষ্টায় এই স্টলটি অল্প সময়েই সুনাম কুড়িয়েছে।
প্রতিটি খাবার মানসম্পন্ন, সুস্বাদু ও পরিষ্কার-পরিচ্ছন্নভাবে পরিবেশন করা হয়।
মূল্য তালিকা:
হালিম: ৬০ টাকা
ফুচকা: ৬০ টাকা
চটপটি: ৫০ টাকা ও ৩০ টাকা
প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে এই স্টল। কসবা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিনোদনপ্রেমী ও খাদ্যরসিকরা এখানে ভিড় করছেন। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর এক আদর্শ স্থান হয়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি।