কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয় এবং এই সংঘর্ষের জেরে মোকারিম মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয় এবং এই সংঘর্ষের জেরে মোকারিম মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত মোকারিম ঐ একই গ্রামের ফারুক মিয়ার ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন । স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাছ ধরা কে কেন্দ্র করে মোকারিম এবং বাবুল মিয়ার মাঝে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এরই জেরে সন্ধ্যার দিকে তাদের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে বাবুল মিয়া, তার ছেলে মনির মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা মিলে মোকারিমের উপর হামলা করে এবং তাকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান,ঘটনাটির খবর পাওয়া মাত্রই এখানে এসেছি।পারিবারিক তুচ্ছ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক একটি ঘটনা। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল এই ঘটনার তথ্য নিশ্চিত করেন এবং বলেন খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।