কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৪র্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মতি মিয়া (৫০) ও হাছু মিয়া (৬০) নামের দুই বৃদ্ধ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে পাকুন্দিয়া উপজেলার আদিত্যপাশা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপরে পাকুন্দিয়া থানার আদিত্যপাশা এলাকায় ওই শিশুটি বাড়ির পাশে গরু-ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় ইসমাঈলের সেচ মেশিনের পাশে গেলে আগে থেকে ধান কাটতে থাকা হাছু মিয়া শিশুটির পাশে গিয়ে বিভিন্ন গল্প করেতে থাকে এবং এক পর্যায়ে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এসব ঘটনা দেখে পাশের জমিতে কাজ করতে থাকা মতি মিয়া দ্রুত এগিয়ে আসলে হাছু মিয়া সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে মতি মিয়া ও শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে এবং এসব ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় শিশুটিকে।
এদিকে শুক্রবার শিশুটি পুনরায় ঐ জায়গায় ঘাস কাটতে যায় এবং হাছু মিয়া আবারও শিশুটিকে উত্তেক্ত করতে থাকে। পরবর্তীতে ভয়ে শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় অভিযোগ দায়ের করে এবং এর ভিত্তিতে রাতেই পুলিশ অভিযান চলিয়ে অভিযুক্ত হাছু মিয়া ও মতি মিয়াকে গ্রেফতার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।