কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ হতে একটি প্রীতি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

শনিবার (২৪ মে)বিকাল সাড়ে তিনটায় জেলার পুরাতন স্টেডিয়ামে এই সৌহার্দ্যপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। 

প্রীতি ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।

উক্ত খেলায় সেনাবাহিনী ও জেলা ভলিবল দল অংশ নেয়। সেনাবাহিনীর পক্ষে খেলায় নেতৃত্ব দেন কিশোরগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান। অপরদিকে কিশোরগঞ্জ জেলা ভলিবল দলের পক্ষে নেতৃত্ব দেন দলের ক্যাপ্টেন মতিউর রহমান নয়ন।

৩ সেট এর খেলায় প্রথম দুই সেট দুইদলের মধ্যে ড্র হয়। তৃতীয় সেট এ কিশোরগঞ্জ জেলা ভলিবল দল ১৫ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় এবং বাংলাদেশ সেনাবাহিনী ১০ পয়েন্ট পেয়ে রানার আপ হয়।


খেলা শেষে জেলা প্রশাসক ফৌজিয়া খান রানার আপ ও বিজয়ী দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. মাহমুদুল ইসলাম তালুকদার, সেনাবাহিনীর ক্যাপ্টেন আফসানা রহমান মিম, সদর উপজেল নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি নাজমুল ইসলাম, কি‌শোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লা‌বের সাধারণ সম্পাদক মো. আল আ‌মিন প্রমুখ।