সিলেট কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর  জনপ্রিয় পর্যটন কেন্দ্রর পাথর লুটপাটে বাধা দেওয়ায় এক তরুণ ফটোগ্রাফার হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত  যুবকের নাম মো. এমাদ আহমদ (২১)।  কোম্পানীগঞ্জ ফটোগ্রাফার সোসাইটির সদস্য ও উপজেলার নাজিরগাঁও গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী এমাদ আহমদ জানান, শনিবার (২৪ মে) দুপুরে ভোলাগঞ্জ এলাকায় পাথর লুটপাটে বাধা প্রদান করি আমি সহ আরো কয়েকজন ফটোগ্রাফার, দোকানদার ও পর্যটক। এতে ক্ষিপ্ত হয়ে সাদাপাথর লুটেরার একটি গ্রুপ হুমকি দেয়, “তোমাদের দেখে নেব।”
সাদাপাথর পর্যটন স্পট থেকে বাড়ি ফেরার পথিমধ্যে  সন্ধ্যা ৬টায় কালাইরাগ এলাকার লালপাথর হাজির বাগান এলাকায় পূর্বপরিকল্পিতভাবে পাথর লুট চক্রের একদল লুটেরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা হলেন উত্তর রণীখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের আবু বক্কর মিয়া (২৩), মানিক মিয়া (২৫), আশিক মিয়া (২৩) ও হাছন মিয়া (২৬)। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে এমাদকে বেধড়ক মারধর করেন এবং তার সঙ্গে থাকা ক্যানন ৭০০ডি ক্যামেরা (বাজারমূল্য আনুমানিক ৬৫ হাজার টাকা) ছিনিয়ে নেয়।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহত এমাদকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় এমাদ কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগকারী দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ।
এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”