কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন পুশে মহিলা ওয়ার্ডে পারুল নামে এক রোগীর মৃ'ত্যু' হয়েছে। রোগীর স্বজনরা প্রতিবাদ ও সাংবাদিকগণ তথ্য সংগ্রহ করতে গেলে তাদের উপর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসরা হা'মলা চালায়। ঘটনায় চারজন সাংবাদিক সহ রোগীর স্বজনদের অনেকেই আহত হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী কয়েক রা*উন্ড গু*লি*ব*র্ষণও করতে হয়েছে। জানা যায়, আহত সাংবাদিক এবং রোগীর স্বজনদের প্রাথমিক চিকিৎসা নেওয়ারও সুযোগ দেয়নি ইন্টার্নি চিকিৎসক'রা। হামলার শিকার সাংবাদিকরা হলেন, যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুর ইসলাম খোকন চৌধুরী, ক্যামেরা পার্সন সাকিব, চ্যানেল ২৪ এর প্রতিনিধি জাহিদ রহমান এবং ক্যামেরা পার্সন ইরফান। হাম*লা*র সময় সাংবাদিকদের শারীরিকভাবে আ*ক্র*মণ করা হয় এবং তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভে*ঙে দেওয়া হয়। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মাইনুল ইসলাম বলেন, "সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর শাহ আলম বলেন, "এটি খুবই নিন্দনীয় একটি ঘটনা। সাংবাদিকদের উপর হামলার ঘটনা অবিলম্বে বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনে যেতে হবে।"
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক বলেন, "এ ধরনের হামলা সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি। আমরা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।" এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদুর পারভেজের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করতে পারেননি।