কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে রোববার (২৭ জুলাই ২০২৫) দুপুর ১২টা ৩৫ মিনিটে, উপজেলার জাফরগঞ্জ গার্লস স্কুলের সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 উপস্থিত আরো অনেকেই বলেন, কুমিল্লা - সিলেট এই মহাসড়কটি একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তাটি আঞ্চলিক মহাসড়ক হয়েও দুটি বাস ক্রস করলে আর রাস্তা থাকে না। ফুটপাত নেই বললেই চলে। রাস্তার দুপাশ থেকে সরে গেছে মাটি। যানবাহন অতিরিক্ত হওয়ার কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে এই মহাসড়কটিতে।

বিশেষ করে, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সার নিয়ন্ত্রণহীন চলাফেরা, ও ব্যাপরোয়া গতির কারণে  প্রায়ই দুর্ঘটনার শিকার হয় অনেক যানবাহন অসাধারণ মানুষ।
 অবিলম্বে এই রাস্তাটি ফোরলেন করার দাবি জানান তারা। 

নিহতের নাম মোঃ ফারুক ,  তিনি কুমিল্লা সদর দক্ষিণ  জেলার গোয়ালমাখন গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের একজন কর্মচারী ছিলেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।