আজ (২৯-জানুয়ারি) মধ্যরাতে পাঠাও মহিষ   বলির মধ্য দিয়ে শুরু হয়েছে কুষ্টিয়ার খোকসার ঐহিত্যবাহী কালীপূজা ও মেলা। প্রায় ৬০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এ পূজা ও মেলাকে  ঘিরে সনাতন ধর্মালম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দময় পরিবেশ। সনাতন ধর্মাবলম্বীদের পূজা উপলক্ষ্যে ০৮ হাত লম্বা বিশাল দেহের দৃষ্টিনন্দন কালী প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। পূজা ও মেলার সকল প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করেছে স্থানীয় পূজা ও মেলা উদযাপন কমিটি এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। প্রতি বছরের ন্যায় এবারও কালীপূজাকে ঘিরে মন্দিরের মাঠে এই মেলা উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছে। প্রায় ৬০০ বছরের পুরাতন এই কালী পূজাকে ঘিরে দেশ এবং বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্তদের পদচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে খোকসার পরিবেশ । মেলায় দর্শনার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সর্তকতা রক্ষা করা হবে বলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানা যায়। প্রতি বছর মেলার প্রধান আকর্ষণ সার্কাস থাকলেও এ বছর মেলায় নেই সার্কাস  , বিনোদনের জন্য এবছর শুধু রয়েছে নাগোর দোলার পাশা পাশি বিভিন্ন ধরনের খাবারের দোকান, চুড়িমালা ও আসবাবপত্রের দোকান।