বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খোকসা কলেজ শাখার আয়োজনে, আমাদের ভিশন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ ও দক্ষ দেশ প্রেমিক নাগরিক তৈরি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে " ক্যারিয়ার গাইডলাইন এবং কুরআন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ, রবিবার সকাল ১০টায় খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । নানান  শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রোগ্রামে প্রায় শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আর এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি, খাজা আহম্মেদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় ডিবেটিং সোসাইটি সাবেক পরিচালক এস এম সাইফুল রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আরিফুজ্জামান, প্রধান শিক্ষক পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়।
আহসান উল্লাহ কিরণ, বাংলা বিভাগীয় শিক্ষক খোকসা সরকারি কলেজ।
আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ আখতার হোসেন
প্রধান অতিথি কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি খাজা আহম্মেদ বলেন, আমরা কাউকে কখনো জোর করে ছাত্রশিবির করতে বলি না। এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নে তিনি বলেন ইসলামী ছাত্রশিবির কখনো কোন মানুষের রগ কাটতে পারে না। যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তাকে ১০ লক্ষ টাকা উপহার দেয়া হবে।