এদিন গড়াই নদীর পানির উচ্চতা পরিমাপ হয় ১১ দশমিক ২৭ সেন্টিমিটার। দুই নদীর পানি বিপৎসীমার চেয়ে মাত্র এক সেন্টিমিটার নিচে রয়েছে।
আগস্টের প্রথম সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে ১০-১৫ সেন্টিমিটার করে পানি বাড়ছে নদীতে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার অন্তত ৪০ থেকে ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এরই মধ্যে পানি প্রবেশ করায় বিভিন্ন চরের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে।
দৌলতপুর উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বহু রাস্তাঘাট প্লাবিত হয়েছে। বন্যার আশঙ্কা করছেন এলাকাবাসী। চরাঞ্চলের ফসলি মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের সঙ্কট দেখা দিয়েছে। গবাদিপশু নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের।