কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারী মিলন হোসেন  সহযোগিদের গ্রেফতারসহ কঠিনতর শাস্তির দাবিতে মানববন্ধন  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

 

আজ ১৩ আগস্ট ২০২৫ (বুধবারকুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার প্রাণকেন্দ্র মিরপুর পুরাতন বাসষ্ট্যান্ড বাজার (ঈগল চত্ত্বরে) বিকেল  টার সময় সাংবাদিক ফিরোজ আহমেদÕ উপর গত ১১ আগস্ট ২০২৫ তারিখে হামলার প্রতিবাদে মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে মাধ্যমে মানববন্ধন  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত মানকবন্ধন  প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদ  পরিচালন করেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন।  সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিমকুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান লাকীজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি শামসুল আলম স্বপনমিরপুর পেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাসআছাদুর রহমান বাবুসাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমুসাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজআলো সংস্থার সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন উল্লাহকুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমানআমলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুল ইসলাম ঝন্টু প্রমুখ।  সময়ে শিক্ষকসাংবাদিকএনজিও প্রতিনিধিব্যবসায়ী  আদিবাসী জনগোষ্ঠী অংশ নেয়। বক্তব্যে  বলেন অবিলম্বে হামলাকারী মিলন হোসেনসহ সহযোগিতাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান এবং সবার কাছে আহত সাংবাদিক ফিরোজ আহমেদÕ সুস্থ্যতার জন্য দোÕ কামনা করেন।