কুমিল্লার মুরাদনগরের জাহাপুর ইউনিয়ন পরিষদে আসা সেবাগ্রহীতা ও পরিষদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নামাজঘর নির্মাণ করেছেন ইউপি চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ। মঙ্গলবার দুপুরে জাহাপুর ইউনিয়ন পরিষদে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে এ নামাজ ঘরের উদ্বোধন করা হয়।
জানা যায়, নাগরিক সেবা, সিটিজেন চার্টার, সিসি ক্যামেরা স্থাপন ও আধুনিক সেবা দিতে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন জাহাপুর ইউনিয়নের ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ। তার ধারাবাহিকতায় নিজস্ব অর্থায়নে তিনি তৈরি করেছেন নামাজঘরের।
এ বিষয়ে জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদে আগত সেবাগ্রহীতা ও এ পরিষদে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট সময় নামাজে আদায়ের জন্য নামাজঘর নির্মাণ করা হয়েছে। আগামীতেও সেবার মান বাড়িয়ে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ গঠন করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।