উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মৎস্য সম্পদ সুরক্ষা আমাদেও নাগরিক দায়িত্ব ও কর্তব্য। অনেক কষ্টের বিষয় মিরপুর উপজেলার কিছু সংখ্যক লোক সামান্য অর্থের লালসার শিকার হয়ে বিভিন্ন নদী-নালা, খাল-বিলে চায়নাা দুয়ারী, কারেন্ট জাল ও বেহুন্দি জাল দিয়ে ছোট ছোট রেণু পোনাসহ সকল মাছের অপরিণত মাছ ধরছে যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর ও আইনত দন্ডনীয় অপরাধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী উক্ত অপরাধে ন্যূনতম ১ বছরের কারাদন্ড ও ৫ লক্ষ টাকা অর্থ কিংবা উভয় দন্ডের বিধান রয়েছে। তাই আমি আপনাদের উদ্যেশে বলছি আপনারা কখনো অবৈধ জাল দিয়ে মাছ ধরবেন না। যদি আপনারা এমন জাল দিয়ে ছোট ছোট রেণু পোনাগুলো না ধরেন তাহলে একদিন নদী-নালা, খাল-বিলে মাছের অভাব হবে না।
সর্বশেষ তিনি বলেন- যারা নদী-নালা, খাল-বিলে নিষিদ্ধ জাল দিয়ে মাছ নিধোন করে মৎস্য সম্পদের ক্ষতি সাধন করছে তাদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগীতা করবেন এবং নিজেরাও এমন নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকবেন। যদি অপনারা অবৈধ জাল নদী-নালা, খাল-বিলে দেখতে পান তাহলে অবশ্যই তথ্য আমাকে জানাবেন। শেষে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন।