কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছে ধর্ষিতার নানী।
মামলার  এজাহার সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার মৌজাথানা জুম্মাপাড়া গ্রামের ৭ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে সোমবার সন্ধ্যা ৭টার সময় তার নানার বাড়িতে একা পেয়ে একই গ্রামের ইদ্রিস আলির পুত্র মোঃ মানিক মিয়া (২৫) জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষিতা চিৎকার করলে আসামী বেগতিক দেখে উক্ত ঘর হতে বের হয়ে পালায়ে যায়। ধর্ষিতার মা মোছাঃ পুস্প বেগম কিছুক্ষন পর বাড়ীতে গিয়ে দেখে বিবস্ত্র অবস্থায় কান্না করছে। তখন সে বিস্তারিত জানায়। খবর পেয়ে তার নানি দ্রুত ঢাকা হতে ২০ মে মঙ্গলবার সকাল অনুমান ০৭.০০ টার সময় বাড়িতে এসে নাতনী ও সাক্ষীদের কাছে ঘটনা শুনে  থানায় অভিযোগ করলে চিলমারী মডেল থানা পুলিশ নারী শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা রেকর্ড করেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হচ্ছে, আসামি গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।