ঢাকার ধামরাইয়ে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ৩ জন মিলে পর্যায়ক্রমে গণধর্ষণ করার অভিযোগে অপহরণকারী মহিল সহ ৪ জনকে গ্রেফতার করেছেন ধামরাই থানা পুলিশ

ঢাকার ধামরাইয়ে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ৩ জন মিলে পর্যায়ক্রমে গণধর্ষণ করার অভিযোগে অপহরণকারী মহিল সহ ৪ জনকে গ্রেফতার করেছেন ধামরাই থানা পুলিশ।

আজ বুধবার (২১মে) সকাল ১১টার দিকে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ। মঙ্গলবার (২০মে) দিনগত রাতে আশুলিয়া থানার গাজিরচট বটতলা এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করেন ধামরাই থানা পুলিশ। এই ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে ধামরাই  থানায় মামলা দায়ের করেন (মামলা নং২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার মুংলাকুটি গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে আরিফুজ্জামান, রংপুর জেলার গংগাচরা থানার খাটারি খা বাড়ী গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মোঃ আয়নাল হক ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা দড়গ্রামের মোজ্জামেল হকের ছেলে মোঃ রবিউল আওয়াল, তারা বর্তমানে আশুলিয়া থানার নবীনগর বটতলা এলাকার পুতুলের মার বাড়ীর ভাড়াটিয়া এবং অপহরণকারী সোহানা আক্তার ঢাকা জেলার ধামরাই থানার সোমবাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে, সোহানার পেশা দেহব্যবসা বলে জানা গেছে।

ভুক্তভোগী ও মামলা সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গাওয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে আমার মেয়ে বের হয়। এরপর আমার মেয়ে বাড়ী ফিরে না আসলে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করি। কিন্তু কোথাও তাকে না পেয়ে ১৭/০৫/২৫ইং তারিখে ধামরাই থানায় একটি নিখোঁজ জিডি করি। জিডির পেক্ষিতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০/০৫/২৫ দিনগত রাতে আশুলিয়া থানার গাজিরচট এলাকার বটতলা থেকে তাদের গ্রেফতার করে। আমার মেয়ের কাছে জানতে পারি গত ১৫/০৫/২৫ইং তারিখে বাড়ীর পাশে শফিকুলের মেয়ে সোহানা তাকে বেড়ানোর কথা বলে অপহরণ করে আরিফুজ্জামান এর ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে আরিফুজ্জামান তাকে  ধর্ষণ করে। এরপর আরিফুজ্জামান এর বন্ধু  আয়নাল হক, রবিউল আওয়াল তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে।

এই বিষয়ে এএসআই উজ্জ্বল বলেন, ওসি স্যারের নির্দেশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করে ভিকটিম উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসি।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ধামরাই থানার গাওয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর একস্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় একটি জিডি হয়। পরে সেই জিডির আলোকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণ ও ধর্ষণের অভিযোগের ৪আসামীকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।