"কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও"—এই স্লোগানকে সামনে রেখে কুয়াকাটা সমুদ্রসৈকত ভাঙ্গন রোধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনগণ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। শনিবার সকাল ১১টায় কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত সড়কে কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় কুয়াকাটা প্রেসক্লাব, পৌর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, বয়েজ ক্লাব, ট্যুরিস্ট বোট মালিক সমিতি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টোয়াক), খাবার রেস্টুরেন্ট মালিক সমিতি, ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও স্থানীয় জনসাধারণ।
বক্তারা বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ ক্রমাগতভাবে ধ্বংসের মুখে পড়েছে। এতে পর্যটকের আগ্রহ কমে যাওয়ায় স্থানীয় পর্যটননির্ভর অর্থনীতি হুমকিতে পড়েছে। তারা দ্রুত সৈকতের ভাঙ্গন রোধ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, অবৈধ দখলমুক্তকরণ এবং পর্যটন সুবিধা বাড়ানোর জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগ করা হয়, বিগত কয়েক বছর ধরে একাধিক প্রকল্প প্রস্তাব করা হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। বক্তারা বলেন, কুয়াকাটা একটি জাতীয় সম্পদ, একে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের সহকারী প্রকৌশলী সৈয়দ তারিকুজ্জামান তুহিন জানান, নিম্নচাপ ও জোয়ারের প্রভাবে সৈকতে ভাঙ্গন বেড়েছে। পরিদর্শনের পর তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ও জিও টিউব স্থাপনের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অস্থায়ীভাবে ভাঙ্গন রোধে সহায়ক হবে।