গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য সুলতান মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। রবিবার, বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ শোক জানান।গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য,সমাজসেবক,বীর মুক্তিযোদ্ধা জননেতা সুলতান মাহমুদুর রহমান বাবু(৭৪) রবিবার,২৭ জুলাই সকাল সাড়ে ৯ টায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ঢাকার নিউ লাইফ হাসপাতালে ইন্তেকাল করেছেন।নেতারা মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সব সদস্য আত্নীয় স্বজন ও গুণগাহীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।