দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। এতে পরীক্ষার্থীরা পরীক্ষা হলে পর্যাপ্ত আলো পাচ্ছেন না। ফলে তাদের কয়েকটি কক্ষে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন।

পরীক্ষা কেন্দ্রে গিয়ে গেছে, পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে কয়েকটি কক্ষে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন। কক্ষ অন্ধকার হয়ে পড়ায় আলোর অভাবে অনেকেই উত্তরপত্রে লেখার সময় সমস্যায় পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে পরীক্ষার কেন্দ্রেও বিদ্যুৎ ছিল না। ফলে কেন্দ্র অন্ধকারাচ্ছন্ন থাকায় মোমবাতির ব্যবস্থা করে কর্তৃপক্ষ।