ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে ‘তালসার উত্তর পাড়া সমাজকল্যাণ পরিষদ’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।,রবিবার সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক এম. এ. খালেক, শিক্ষক রমজান আলী এবং অনির্বাণ সদস্য অসীম কুমার।

বক্তারা বলেন, “বর্তমানে অনেক শিক্ষার্থী লেখাপড়া ছেড়ে মোবাইল ও আড্ডায় আসক্ত হয়ে পড়ছে। এই সংগঠনের মূল লক্ষ্য—ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা।”

সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের মধ্যে রয়েছে—বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, বিধবা ও অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ, কোরবানি ঈদে গরুর গোশত বিতরণ, মাছ চাষ এবং হাঁস-মুরগি পালনে উদ্বুদ্ধকরণসহ সমাজকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা।