বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান বলেন, 'শেখ হাসিনার আমলে ভোটাররা ভোট দিতে পারেন নি। দিনের ভোট রাতে হয়েছে। কোন ছলচাতুরী না করে, ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন।'

 শুক্রবার মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে দলটির মানিকগঞ্জ জেলা শাখা আয়োজিত 'জুলাই-আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানে রক্তস্নাত বাংলাদেশে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা এবং ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, 'জুলাই আগষ্টের ছাত্র-গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও অন্তর্বর্তীকালীন সরকার  জনগণের আকাঙ্খা পুরণ করতে পারে নি। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি মানুষকে কষ্টে ফেলেছে। ৮বছরের শিশু আছিয়াসহ নারী ও শিশু নির্যাতন বেড়ে গেছে। জনগণ হতাশ হয়ে পড়ছে।'

তিনি আরও বলেন, 'জুলাই-আগস্টের আন্দোলনের সাত মাস পরে এসে এই আন্দোলনের অর্জনকে নস্যাৎ করতে একটি গোষ্ঠী দেশের বিভিন্ন এলাকায় মাজার ভাংচুর করছে। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িসহ বিভিন্ন বাড়িঘর ভাংচুর করছে। সরকারের মধ্যে থেকে ফ্যাসিস্ট হওয়ার পায়তারা করছে। দেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়। অতীতের সরকারের মতো যদি অন্তর্বর্তীকালীন সরকারও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে তারাও জনগণের রোষানলে পরবেন।'

বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক হোসেন চঞ্চলের সভাপতিত্বে এবং জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য মঞ্জুর রহমান মঞ্জু, আনোয়ারুল ইসলাম বাবু ও রোকনজ্জামান রোকন, কেন্দ্রীয় কমিটির সদস্য আশফাকুর রহমান সবুজ, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল'র সভাপতি গৌতম শীল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী ও বাংলাদেশ ছাত্রলীগ- বিসিএল জেলা শাখার সভাপতি সোহেল হোসেন।

সভাশেষে, মোঃ শাহজাহান আলী সাজুকে আহবায়ক ও ইমন চৌধুরীকে যুগ্মআহবায়ক করে আগামী তিন মাসের জন্য জেলা জাসদের সাত সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়। কমিটির সদস্যরা হলেন-ফারুক হোসেন চঞ্চল, আসফাকুর রহমান সবুজ, সাইফুল ইসলাম, শাহীন আলম ও শায়েদ সিকদার ।