সিলটে কোম্পানিগঞ্জের অপরুপ সৌন্দর্যে ভরপুর পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাট করছে দুর্বৃত্তরা

সিলটে কোম্পানিগঞ্জের অপরুপ সৌন্দর্যে ভরপুর  পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ  সাদাপাথর লুটপাট করছে দুর্বৃত্তরা। লুটপাট বন্ধে    মঙ্গলবার বেলা ১২টা থেকে ৬টা পর্যন্ত   টাস্কফোর্সের অভিযান  পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  আজিজুননাহার। অভিযানে পাথর লুটেরা ১৪ জনকে আটক করে  ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ৬০টি নৌকা ভেঙ্গে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন পুলিশ বিজিবি ও আরএনবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে ১৪জন আটককৃতরা হলেন পিজুস কুমার দাস, রিপন মিয়া, মো মুসা মিয়া, আরিফ মিয়া, মো. মোবারক হোসেন, হযরত আলী, মো. রাসেল মিয়া, মো. জসিম মিয়া, সামছুল হক, মো. শফিকুল ইসলাম, আলী হোসেন, রাজিব হোসেন, ফয়সল আহমদ ও দেলোয়ার হোসেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুননাহার জানান সাদাপাথর লুটপাটের বিরুদ্ধে অভিযানে ১৪ জনকে আটক করে ২ বছর করে জেল দেওয়া হয়েছে। পাথরবাহী ছোট ছোট নৌকাতে অভিযান দেওয়া হয়েছে।রাষ্ট্রের সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।