খাগড়াছড়িতে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ ) ও ইউপিডিএফ (গনতান্ত্রিক) দুই আঞ্চলিক সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছে ।

মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরের দিকে চেঙ্গি স্কয়ার মোড়ে দু'পক্ষ মুখোমুখি হলে এঘটনা ঘটে। 
 
জানা যায়, পাহাড়ের বৃদ্ধমান সমস্যা নিরসন ও গনতান্ত্রিক ভাবে সমঅধিকার আদায়ে দাবীতে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ( প্রসীত গ্রুপ) সমর্থিত নেতাকর্মীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি বিক্ষোভ মিছিল বের করে। অপরদিকে চেঙ্গী স্কয়ার মোড়ে স্বৈরসরকার পতনের বর্ষপূতি আনন্দ মিছিল বের করে ইউপিডিএফ ( গনতান্ত্রিক) 
দু'পক্ষের মিছিল মূখোমূখি হলে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে ধাওয়া পাল্টাধাওয়ার অভিযোগ তুলছেন একে অপরের প্রতি। ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সমর্থিত এক নারী গুলিবিদ্ধ ও দুজন আহত হওয়ার অভিযোগ করেন সংগঠক অংগ্য মারমা। ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা জানান, শান্ত মিছিলে ইউপিডিএফ প্রসীত গ্রুপ হামলা করেছে। তবে কোনো গুলি বিনিময় হয়নি বলে জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরলস প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান পুলিশ। 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা জানান, দু’পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে গুলি বিনিময়ের কোনো ঘটনার সত্যতা পাওযা যায়নি। সর্ববস্হায় পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।