খুলনা বিশ্ববিদ্যালয়, ২৪ জুলাই, ২০২৫ – খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত দুটি ডিসিপ্লিনের ২২ জন মেধাবী শিক্ষার্থীকে আজ ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপাচার্য ড. রেজাউল করিম তার বক্তব্যে বলেন, এই ডিন’স অ্যাওয়ার্ড শুধু একটি পুরস্কার নয়, বরং এটি শিক্ষার্থীদের জীবনের এক গৌরবময় স্মৃতি ও আজীবন অনুপ্রেরণার উৎস। তিনি বাবা-মা ও শিক্ষকদের স্বপ্নের কথা তুলে ধরে বলেন, তাঁরা সবসময় চান তাঁদের সন্তান ও শিক্ষার্থীরা যেন তাঁদের চেয়েও এগিয়ে গিয়ে দেশের প্রতিনিধি হয়ে ওঠে, আর এই অ্যাওয়ার্ড সেই স্বপ্নপূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
উপাচার্য আরও যোগ করেন যে, খুলনা বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্ন থেকেই ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন তার সক্ষমতা প্রমাণ করে আসছে এবং এর শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। একইসাথে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনও নিজেদের মেধা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। তিনি একাডেমিক ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ডিন’স অ্যাওয়ার্ড প্রদানের এই ধারাবাহিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান।
এ বছর ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ব্যবসায় প্রশাসন এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন থেকে মোট ২২ জন শিক্ষার্থী এই সম্মাননা পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন:
বিবিএ ’২০ ব্যাচ: ঋতুপর্ণা সাহা (সিজিপিএ ৩.৮৯) ও শেখ মুহাম্মদ তাহমিদ (সিজিপিএ ৩.৮১)।
এমবিএ ’১৯ ব্যাচ: শ্যামা ফলিয়া (সিজিপিএ ৪.০০), কাজী নিশাত ফারহা লোপা (সিজিপিএ ৩.৯৪) ও মো. ফাহমিদুল হক (সিজিপিএ ৩.৮৩)।
এমবিএ ’২০ ব্যাচ: গায়ত্রী অদিতি মিত্র (সিজিপিএ ৪.০০) ও সৈয়দ শামীম হাসান (সিজিপিএ ৩.৮৯)।
এমবিএ ’২৩ ব্যাচ: ফারহানা ইয়াসমিন (সিজিপিএ ৩.৮৮), আব্দুল্লাহ তারিক (সিজিপিএ ৩.৮০) ও পূজা রায় (সিজিপিএ ৩.৭৮)।এমবিএ ’২৩ ব্যাচ: ব্রিতো রায় (সিজিপিএ ৩.৯১), নূর-ই-আলম সিদ্দিকী (সিজিপিএ ৩.৯১), রুকাইয়া আবিহা (সিজিপিএ ৩.৮৯) ও মো. মুবিনুল ইসলাম (সিজিপিএ ৩.৭৬)।
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন:
বিবিএ ’১৯ ব্যাচ: সাব্বির আহমেদ (সিজিপিএ ৩.৯৭), তামিমা হাসান তৈশি (সিজিপিএ ৩.৯৭), জারিন রাফা (সিজিপিএ ৩.৮৯) ও নাতাশা শিকদার (সিজিপিএ ৩.৮৮)।
বিবিএ ’২০ ব্যাচ: খাদিজা আক্তার রোশনি (সিজিপিএ ৩.৮৯) ও আতকিয়া মায়শা (সিজিপিএ ৩.৮৭)।
এমবিএ ’২০ ব্যাচ: শেখ নিয়াজুর রহমান (সিজিপিএ ৩.৯৭) ও ফারহানা আমিন কনা (সিজিপিএ ৩.৯২)।
ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। এছাড়া হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন প্রধান মোঃ মেহেদী হাসানও বক্তব্য রাখেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে মোঃ ফাহমিদুল হক, তামিমা হাসান তৈশি ও নূর-ই-আলম সিদ্দিকী তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি জানান শিক্ষার্থী ফারহানা ইয়াসমিনের পিতা গোলাম মোক্তাদির। অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান, শিক্ষকবৃন্দ, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।