সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টাই খোকসা সরকারি কলেজ গেট থেকে খোকসার সচেতন নাগরিক ও সাধারণ ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের র্যালি বের হয়। র্যালিটি খোকসা সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে মূল বাজার প্রদক্ষণ করে বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে খোকসার বিভিন্ন স্কুল-কলেজ ও সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন স্লোগান ও প্লাকার্ড হাতে দেখা যায়।