ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে ফরিদ উদ্দিনকে সভাপতি ও জসিম মিয়াকে সাধারণ সম্পাদক এবং দাউদ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।মঙ্গলবার (১৫ জুলাই) গণ অধিকার পরিষদের কুমিল্লা জেলা সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে ৫জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৩জনকে মনোনীত করা হয়েছে। বিভিন্ন সম্পাদকীয় পদে ৮জন, সহ-সম্পাদকীয় পদে ৬জনকে নির্বাচন করা হয়েছে। এছাড়াও ৭জনকে নির্বাহী সদস্য পদে আসীন করা হয়।গনঅধিকার পরিষদ কুমিল্লা জেলার সহ সভাপতি শাহজালাল সাদী বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ অধিকার পরিষদকে আরো শক্তিশালী ও সাংগঠনিকভাবে মজবুত করতে এই কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করছি এই কমিটির মাধ্যমে সামনের নির্বাচনে গণ অধিকার পরিষদে জনগণের ব্যাপক সাড়া মিলবে। নবগঠিত কমিটির সকলের প্রতি শুভকামনা।