ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে যুবককে গলাকেটে খুনসহ ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে যুবককে গলাকেটে খুনসহ ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১। তৌহিদুল ইসলাম ভূইয়া ২। ছামির খান ৩। সিয়াম ভূইয়া
গত ২০/০৬/২০২৫খ্রি. দিবাগত রাতে আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। একই দিন অপর এক অভিযানে ঘটনায় ব্যবহৃত রক্ত মাখা একটি সুইচ গিয়ার (চাকু) সহ মোট ৩টি সুইচ গিয়ার (চাকু), রক্ত মাখা কাপড় এবং ভিকটিমের ১টি মোবাইল ও ০১টি সিএনজি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গত ২০/০৬/২০২৫খ্রি. সকালে পুলিশ সংবাদ পায় যে, বিজয়নগর থানাধীন ৬নং পত্তন ইউনিয়নের টানমনিপুর সাকিনস্থ গোদারাঘাটের রাস্তার নিচে কুড়িল বিলের পাড়ে একজন ব্যক্তির গলাকাটা লাশ পড়ে আছে । ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রস্তুতসহ অন্যান্য আইনী প্রক্রিয়া শেষে সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তৎপর হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ৩জনকে গ্রেফতার করে। পরবর্তীতে পুলিশ গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে অপর এক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অর্ন্তগত কুড্ডা এলাকা হতে অত্র ঘটনায় লুন্ঠিত আলামত ০১টি সিএনজি, হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা একটি সুইচ গিয়ার (চাকু) সহ মোট ৩টি সুইচ গিয়ার (চাকু), রক্ত মাখা কাপড় জব্দ তালিকা মূলে জব্দ করে। 

২১/০৬/২০২৫ খ্রি.  উক্ত ঘটনায়  ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বিজয়নগর থানায় এজাহার দাখিল করলে একটি নিয়মিত মামলা রুজু হয়। গ্রেফতারকৃত ৩জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে ১জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনায় জড়িত পলাতক অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।